Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খাল ও নদী

+নদ-নদী ও খাল-বিলঃ

 

শিবগঞ্জ উপজেলা দিয়ে প্রবাহিত নদীর মধ্যে রয়েছে পদ্মা, পাগলা, মহানন্দা।

 

1পাগলা নদীঃ

 

শিবগঞ্জ উপজেলার এক সময়ের স্রোতস্বিনী হিসেবে পাগলা নদীর নাম এখন ও শোনা যায়। তবে বর্তমানে নদীটিরপ্রবাহ অত্যন্ত ক্ষ্মীণ। পাগলা নদী ভারতের মালদহ জেলা থেকে শিবগঞ্জ উপজেলার উত্তর-পশ্চিম অংশে শাহবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া মৌজা দিয়ে শিবগঞ্জ তথা বাংলাদেশে প্রবেশ করে। অতপরঃ তা শাহাবাজপুর, বিনোদপুর, শ্যামপুরের মধ্য দিয়ে কানসাট ও দুর্লভপুর ইউনিয়নের পাশ ঘেঁষে ছত্রাজিতপুর উজিরপুরের সন্নিকটে তরতীপুর নামক স্থানের পাশে মরা পদ্মানদীর সঙ্গে মিলিত হয়। এ মিলিত সম্মিলিত স্রোতধারা পাগলানদী নামে ছত্রাজিতপুর ও ঘোড়াপাখিয়া ইউনিয়নের মধ্য দিয়ে নবাবগঞ্জ সদর উপজেলায় প্রবেশ করেছে।